About

লেখক এখানে তথ্যপ্রযুক্তির নানা রকম সুবিধা ও অসুবিধার কথা আলোচনা করে থাকেন। লেখকের ১০ বছরের Software Development ও ৫ বছরের Project Management -এর উপর অভিজ্ঞতা রয়েছে এবং তিনি ২০১৭ সাল থেকেই CEO পদে দায়িত্বপালন করে যাচ্ছেন। তার দৃষ্টিকোণ থেকে, সমাজের সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ে আলোচনা করা IT and Blog -এর প্রধান উদ্দেশ্য।

IT and Blog বিষয়ভিত্তিক ও তথ্যভিত্তিক একটি সেবা, Newspaper -এর মতো কোন সেবা নয়। এখানে থাকা বিভিন্ন Post বা Article প্রয়োজনে বিভিন্ন সময় Update বা হালনাগাদ করা হয়। অনেক দিনের পুরনো Article হলেও তাতে নতুন তথ্য প্রদান করা থাকে। এ কারণে কেবল Article এর সময় দেখে বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই। IT and Blog কোন বিজ্ঞাপনদাতা, প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত নয় বরং সঠিক তথ্য প্রদানের দিকেই বিশেষ মনোযোগী। এটি কেবলই জনসেবামূলক, এ থেকে কোনভাবে আয় করার উদ্দেশ্য নিয়ে এটি গঠিত হয়নি।

নিজের দায়িত্ববোধ থেকে, নানা প্রকার জ্ঞান ও মতামত প্রকাশের এই প্রচেষ্টা সমাজে মানুষের উন্নয়নের মাধ্যমেই কেবল সার্থকতা পাবে। লেখককে আপনার মূল্যবান মতামত এই ঠিকানায় পাঠাতে পারেন।

ধন্যবাদ।

Popular posts from this blog

Google Question Hub বিশ্লেষণ

E-Commerce প্রতারক চিনে নিন

লেখাপড়ার পাশাপাশি সহজেই যে কাজগুলো করা যায়