Google Question Hub বিশ্লেষণ
যারা বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন তাদের সংক্ষেপে জানিয়ে রাখি যে, এটি গুগলের পক্ষ থেকে জনসাধারণের জন্য এমন একটি সেবা যেখানে সাধারণ জনগণ তার ইচ্ছামত প্রশ্ন করার সুযোগ পান এবং প্রশ্ন করার জন্য এখানে কোন নীতিমালা প্রদান করা হয়নি। অর্থাৎ, "আগামী নির্বাচনে কে জয়ী হবেন?" বা "শনি গ্রহে মানুষ কবে যাবেন?" জাতীয় প্রশ্ন করার সুযোগ এখানে রয়েছে। সেখানে যে কেবল প্রশ্নই করা যায় বিষয়টি এমন নয়। সেখানে উত্তর দাতাও থাকেন এবং সবচেয়ে মজার বিষয় হলো সেখানে উত্তরদাতা তার প্রশ্নের জবাব হিসাবে যে কোন প্রকার ওয়েবসাইট ঠিকানাও চিহ্নিত করতে পারেন। সেবাটি গুগোল এখনো সকল দেশের জন্য উন্মুক্ত করেনি। এটি এখনো পরীক্ষাধীন রয়েছে।
Google Question Hub নামক সেবাটি থেকে Free Website Traffic পাওয়া নিয়ে ইতিমধ্যেই অনেকে অনেক ভাষায় বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেছেন। আর এ বিষয়টি নিয়েই অনেকের মনে নানা ধরনের জল্পনা-কল্পনা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বিধায় নিজেকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে SEO পদ্ধতিটি যেভাবে অপপ্রয়োগ হচ্ছে এই সেবাটিও ঐ পর্যায়ে নিয়ে যেতে, আমাদের অসাধু ব্যক্তিগণের বেশি কষ্ট পেতে হবে না।
এই প্রশ্ন-উত্তর জাতীয় সেবাটি অনেক আগে থেকেই বিভিন্ন প্রকার ওয়েবসাইটে রয়েছে। এবং সেসব স্থানে বিষয় ভিত্তিক প্রশ্ন-উত্তর খুব চমৎকারভাবে আদান-প্রদান করা যায়। তাহলে গুগলের এই সেবা প্রদান করার প্রয়োজনীয়তা কতটুকু, প্রশ্নটি একেবারেই অবান্তর নয়। যে সকল ওয়েবসাইট ইতিমধ্যেই এই জাতীয় সেবাটি প্রদান করে যাচ্ছেন, সেখানে অবান্তর কোন প্রশ্ন বা অপ্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর আদান-প্রদান এই গুগোল কোশ্চেন হাবের মত সহজ হয় না। একইভাবে, উত্তর হিসাবে পছন্দমত কোন ওয়েবসাইট ঠিকানাও প্রদান করা সম্ভব হয় না। আর এটিকেই Google তাদের মার্কেটিংয়ের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
এখান থেকে উত্তরদাতা তার ওয়েবসাইটের জন্য ট্রাফিক পাবেন তো বটেই, তবে এখানেও অসংখ্য ভালো প্রতিযোগীদের সম্মুখীন হতে হবে এবং ট্রাফিক কেবল ভাল Content Creator গণই পাবেন। তাই অবশ্যই নিজেদের Content ও Knowledge এর প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে এখানেও। আর, যাদের কনটেন্ট কোয়ালিটি ভালো তাদের Website -এ বেশী Traffic বা Visitor পেতে নিশ্চয়ই এই কোশ্চেন হাবের মত সেবার জন্য অপেক্ষা করার প্রয়োজনই হয় না।
পরিশেষে, কোন প্রশ্নই মূল্যহীন নয় বা অবান্তর নয়। জ্ঞানের সীমাবদ্ধতাই কোন প্রশ্ন কে গুরুত্বহীন ও মূল্যহীন করে তোলে। প্রশ্ন মানুষকে ভাবাতে সাহায্য করে এবং এই ভাবনা-চিন্তা করার ক্ষমতাই কেবল মানুষকে সৃষ্টির সেরা করে তুলেছে। নতুন নতুন কনটেন্ট নিয়ে যারা কাজ করছেন তাদের যেমন এই সেবাটি উপকারে আসবে আবার বিভিন্ন স্থানে প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছেন না এমন প্রশ্নকারীও সেবাটি থেকে অনেক উপকৃত হবেন। তবে এটি বা ওটি, যেটিই হোক না কেন, কোন কিছু অপব্যবহার ও অপপ্রয়োগ না করে বরং উপযুক্ত ব্যবহার করাই সকলের কাম্য এবং তার মাধ্যমেই কেবল সকলে উপকৃত হয়ে থাকবেন।
Comments
Post a Comment