Creativity জীবনে কেন জরুরি? এটি কি এতটাই সহজ!
সংক্ষেপে যদি Creativity কি বলতে হয় তবে নতুন কিছু করার ক্ষমতা কে বোঝানো যায়। প্রতিটি ক্ষেত্রেই নতুন কিছু করা যায়। এর সুযোগ রয়েছে। এর জন্য কেবল নিয়মের বাহিরে গিয়ে একটু ভাবনা চিন্তা করার অভ্যাস প্রয়োজন। একটু চর্চার প্রয়োজন হয়। অনেকেই অবশ্য বলেন এই Quality সকলের মধ্যে থাকে না। বিষয়টি-নাকি God Gifted. আসলে কথাটি সঠিক নয়। এটি কেবলই অভ্যাস ও চর্চার বিষয়।
সবাই যেটি করছেন বা অধিকাংশ মানুষ যেটি করছেন সেটি আমরাও যখন করি তখন আমাদের মূল্যায়ন হয় না। অর্থাৎ এখানে মূল্যায়ন যেমন কমে না অন্যদিকে মূল্যায়ন বৃদ্ধির কোন কারণও থাকে না। একটু মজা করে উদাহরণ দিলে আমরা প্রত্যেকেই খুব সহজেই বিষয়টি ধরতে পারবো। আমরা সবাই গায়ে জামা পড়ি। যখন কেউ একটু ব্যতিক্রমী ভাবনা নিয়ে লুঙ্গি গায়ে পড়বেন, তখনই কেবল অন্যরা সেই মানুষকে মূল্যায়ন করবে। অর্থাৎ তার জ্ঞানের মূল্যায়ন হবে। বিষয়টি এতটাই Simple. ভালো লাগছে কি খারাপ লাগছে সেটি তো পরের বিষয়। সেটি মূলত প্রতিটি মানুষের রুচি, জ্ঞান ও চিন্তা ভাবনার উপর নির্ভর করবে। আমরা প্রত্যেকে দেখতে যেমন ভিন্ন, আমাদের প্রত্যেকের চিন্তাভাবনারও ভিন্নতা রয়েছে। নিজের জ্ঞানের বা নিজের মূল্যায়নের জন্য আমাদের নতুন নতুন বা ব্যতিক্রমী কিছু করা অত্যন্ত জরুরি।
যদি কেউ না ভাবতেন যে, গানতো আমরা মোবাইলেও শুনতে পারি, আবার Mobile এর কাজতো আমরা ঘড়িতেও করতে পারি। তবে কি বিষয়গুলি আমরা পেতাম? কে জানে যে, তাদের চিন্তা ভাবনার কথা শুনে কেও হাসি-ঠাট্টা করেনি? আমাদের মধ্যে অনেকেই আছেন- সবাই ব্লগিং করছে তাই আমিও শুরু করি অথবা, সবাই ভিডিও বানাচ্ছে তাহলে আমিও বানাই- এমনটি জরুরী নয়। যে ব্যক্তি ব্লগিং করছেন তিনি ঐ বিষয়টির ওপর দক্ষ অথবা লেখালেখিতে তার অভ্যাস আছে। এখন যার অভ্যাসটি নেই বা সেই বিষয়ে দক্ষ না, সে ব্লগিং করে যতটা না Successful হবেন তার চেয়ে বেশি সেই কাজে হবেন, যে কাজে সে দক্ষ ও অভিজ্ঞ। তিনি যখন তার দক্ষতা কাজে লাগিয়ে ভিন্ন ধরনের কিছু করে দেখাবেন, তখনই তার মূল্যায়ন হবে। তাকে নিয়ে মানুষ ভাববে। কে জানে, তার ভিন্নতা বা চিন্তা-ভাবনা অনেকের পছন্দ হবে না? তাই প্রথমে নিজের দক্ষতা ও ভালোলাগাকে জানুন। এরপর ভিন্ন মাত্রার কিছু করুন। তবেই কেবল সকলেই আপনার মূল্যায়ন করবে।
Comments
Post a Comment